Lirik Lagu Chorabali Shitom Ahmed

Gabung member, untuk simpan koleksi lirik lagu favorit anda Disini

চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো
একটু আড়াল হয়ে আমায় দেখো
চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো
একটু আড়াল হয়ে আমায় দেখো

যদি কোনও চিত্র আঁকি
পৃথিবীর সবচেয়ে দামী
সেই চিত্রতে তুমি Perfectly বসো

কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত
তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত
তুমি কি তা বলতে পারো?

তুমিও কি কাজের ফাঁকে
মনে করো আমার নাম
আমার মতো করে তোমায়
চাবে না কেউ বলে দিলাম

তবু মনের কিছু আশা
এমন করে ভালোবাসা
তোমার স্মৃতি আমার কাছে
খুব আদুরে ভালো আছে

তবু মনে কিছু আশা
এমন করে ভালোবাসা

কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত
তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত
তুমি কি তা বলতে পারো?
 

 
  Shitom Ahmed   Reposted by Admin  104x     2024-12-23 12:11:01

post a comment